কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপি’র ঐতিহ্যবাহি পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে একজন অফিস সহকারী, একজন অফিস সহায়ক, একজন আয়া, ও একজন নৈশ প্রহরী সহ মোট ৪টি পদে নিয়োগ দেওয়ার জন্য বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গত ২আগষ্ট ২৩ ইং তারিখে দৈনিক আমার সংবাদ প্রত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানাযায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন মহিলা অভিভাবক সদস্য রেবেকা পারভীন নির্বাচনে নির্বাচিত না হয়েও ভোট জালিয়াতির মাধ্যমে অভিভাবক সদস্য হয়েছেন। এ ঘটনায় আশরাফুজ্জামান এবং গোলাম মোস্তফা বাদী হয়ে গত ২০আগষ্ট ২৩ ইং তারিখে কমিটি সহ নিয়োগ বন্ধের জন্য সিনিয়র সহকারী জজ আদালত, দৌলতপুর, কুষ্টিয়াতে একটি অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে সভাপতি ও প্রধান শিক্ষক কে ২১দিন কার্য্য দিবসের মধ্যে আদালত হাজির হয়ে কেন নিয়োগ বন্ধ করা যাবেনা তার ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করেন। এ নোটিশ পেয়ে বিদ্যালয়ের সভাপতি জয়নাল আবেদীন ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তড়িঘড়ি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করে বিজ্ঞপ্তি মোতাবেক দরখাস্ত যাচাই বাছাই, ডিজির প্রতিনিধি নিয়োগের কাজ শেষ করেছে।
মামলার বাদীরা আশংকা করছে আদালত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপনে নাম মাত্র পরিক্ষা নিয়ে তাদের পছন্দমত লোককে নিয়োগ দিবে বলে মনে করছে তারা।
ত্রæটিপূর্ন ম্যানেজিং কমিটি সহ নিয়োগ বন্ধের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।
এবিষয়ে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি জয়নাল মন্ডল এর সাথে কথা বললে তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে আমি জানি। কিন্তু নিয়োগ দেওয়া কিংবা পরিক্ষা নেওয়ার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সব জানে আমি কিছু জানিনা বলে জানান তিনি।
বিষয়টি সম্মন্ধ্যে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতে ম্যানিজিং কমিটি অবৈধ মর্মে একটি মামলা চলমান আছে। আদালত কারন দর্শানোর নোটিশ দিয়েছে এবং ২১ কার্য্য দিবস সময় দিয়েছে। আমরা আইনজীবির মাধ্যমে তার ব্যাক্ষা দেবো। নোটিশের ব্যাক্ষা দেওয়া পর্যন্ত নিয়োগ পক্রিয়া বন্ধ রাখবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলবো তারা যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী কার্যক্রম করবো বলে জানান তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ আগষ্ট ২০২৩

Discussion about this post