কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে থেকে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দু’জনকে আটক করেছে সিরাজগঞ্জ পিবিআই। সোমবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী এবং ভাড়াটিয়া কিলার হত্যা মামলার পলাতক আসামী রাকিবুল ইসলাম রকি (৩৫) ও শাহরিয়ার শরিফ সোহান (৩৮) নামে দু’জনকে আটক করা হয়। এরা সিরাগঞ্জ জেলার সদর উপজেলার মহাধনগড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল গ্রামের মৃত শরিফুল ইসলাম শরিফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর থানা পুলিশ জানায়, একটি প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-গ-১৫-৫৬২৯) অস্ত্রসহ দু’জন দৌলতপুর থানার সামনের একটি টি-ষ্টলে বসে চা পান করছিল। এসময় সিরাজগঞ্জ জেলা পিবিআই’র অভিযানিক টিম সেখানে অভিযান চালিয়ে রকি’র কোমরে রাখা গুলিভর্তি বিদেশী পিস্তুলসহ ২জনকে আটক করে থানার ভেতরে নেয়।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, সিরাজগঞ্জ পিবিআই’র একটি টিম দৌলতপুর থানার সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ২জনকে আটক করেছে। এ ঘটনায় এখনও (মঙ্গলবার দুপুর) পর্যন্ত তারা অভিযান অব্যাহত রেখেছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বা//দৈনিক দেশতথ্য//৯ নভেম্বর ২০২২//

Discussion about this post