দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্যচাষীদের পুকুরের পানি ও মাটির গুনাগুন পরীক্ষা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামে মৎস্যচাষীদের পুকুরের পানি ও মাটির গুনাগুন পরীক্ষা করা হয়। পুকুরের পানি ও মাটির গুনাগুন পরীক্ষাকালে মৎস্যচাষীদের উদ্দেশ্যে দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান বলেন, শুধুমাত্র পানি ও মাটির গুনাগুন ঠিক রেখে ভালো মাছ চাষ সম্ভব। পানির পিএইচ ৭.৫ থেকে ৮.৫ থাকলে এবং মাটির গন্ধ পচা ডিম বা ইউরিনের গন্ধের মতো না থাকলে সেই মাটিতে মাছ চাষ ভালো হয়। পাশাপাশি মৎস্যচাষীদের মাটির গন্ধ শুকার কৌশল এবং পানির পিএইচ মেপে দেখানো হয়। এসময় উপস্থিত মৎস্যচাষীরা অনেক খরচ করেও মাছের ভাল দাম না পাওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তারা মাছের খাদ্য এবং অন্যান্য উৎপাদন সামগ্রীর দাম যাতে সহনীয় মাত্রায় থাকে সেদিকে নজর দেয়ারও আহ্বান জানান।

Print Date & Time : 22 April 2025 Tuesday 4:24 am