Print Date & Time : 24 August 2025 Sunday 4:04 pm

দৌলতপুরে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত শীর্ষ সন্ত্রাসী গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামের মৃত পটল মন্ডলের ছেলে গোলাম রসুলকে আটক করা হযে়ছে।

রবিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে দৌলতপুর থানা পুলিশের এসআই সেলিম ও এসআই সাব্বির, সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিস্ফোরক, মাদক সহ ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী গোলাম রসুলকে তার নিজ বাড়ি থেকে ওয়ান শুটার গান, ২ রাউন্ড শর্ট গানের গুলি সহ আটক করে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের চেষ্টার পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শীর্ষ সন্ত্রাসী গোলাম রসুলকে আমরা আটক করতে সক্ষম হযে়ছি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এছাড়াও থানা পুলিশের আলাদা অভিযানে ৭শ গ্রাম গাঁজা সহ ৪ জন ও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী ৫ জন কে আটক করা হয়েছে। সকলকে জেল হাজতে পাঠানো হয়েছে।