Print Date & Time : 4 May 2025 Sunday 1:46 am

দৌলতপুরে পুলিশ সদস্য তাহেরের দাফন সম্পন্ন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের ছাত্র মফিজুর রহমান তাহের (৪৯) চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় তারাগুনিয়া কাচারীপাড়া জামে মসজিদ চত্বরে জানাযা নামাজ শেষে তারাগুনিয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযা নামাজের আগে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের পক্ষ থেকে মফিজুর রহমান তাহের’র কফিনে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। জানাযা নামাজে মফিজুর রহমান তাহেরের বিদেহী আত্মার শান্তি কামনা বক্তব্য রাখেন, অধ্যাপক নাজমুল হুদা পটল, প্রয়াত মফিজুর রহমান তাহেরের বন্ধু সরদার আতিয়ার রহমান আতিক সহ পরিবারের স্বজন। বাংলাদেশ পুলিশে কর্মরত অবস্থায় রবিবার মফিজুর রহমান তাহের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মফিজুর রহমান তাহেরের মৃত্যুর সংবাদে ৮৮’র বন্ধুরা তার তারাগুনিয়াস্থ কাচারীপাড়ার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।