Print Date & Time : 11 May 2025 Sunday 12:04 am

দৌলতপুরে পূজা মন্ডপ পরিদর্শনে আ,লীগ নেতা

সনাতন ধর্মলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপে তৈরী করা হচ্ছে দেবী দূর্গাসহ বিভিন্ন প্রতিমা। আসন্ন দূর্গা পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালনের লক্ষে কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মোফাজ্জেল হক।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ও আওয়ামী লীগের কুষ্টিয়া জেলার শাখার কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন ও জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসন সহ দৌলতপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেন ড. মোফাজ্জেল হক।

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে ড. মোফাজ্জেল হক উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে স্বাক্ষাত করেন এবং তাদের উদ্দেশ্য বলেন, ধর্ম যার যার উৎসব আমাদের সবার। আর এই উৎসব ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে একসাথে পালন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//