মোঃ মহির উদ্দীন, দৌলতপুর, কুষ্টিয়াঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের মৃত রছুল মন্ডলের ছেলে মালেক এর পাট ও মরিচ গাছ কেটে দিয়েছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে মালেক ও তার ছেলে জানান, আমরা পৈতৃক সম্পত্তি কুদ্দুস ও তার লোকজন জোর করে দখল করে রেখেছিল। রায় পাওয়ার পরে থেকে আমরা আবাদ করে আসছি। আপনারা গ্রামে যাচাই করে দেখতে পারেন। বৃহস্পতিবার সকালে কুদ্দুস ও তার লোকজন জমিতে উপস্থিত আমার আবাদি জমির পাট ও মরিচ কেটে দিয়েছে। আমি তদন্ত করে ক্ষতি পূরণ সহ সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এলাকাবাসী জানান, আবাদি ঐ জমি মালেকের বাবার ছিল। একই এলাকার সুলতান এর ছেলে কুদ্দুস জমি ক্রয় করেছে বলে পেশি শক্তির বলে দীর্ঘ দিন দখল করে রেখেছে। ফলে মালেক মামলা করে এবং রায় পায় আজ দুই বছর যাবৎ মালেকের পরিবারের লোকজন জমি আবাদ করছে। হঠাৎ গত ৩০ তারিখ বৃহস্পতিবার সকালে আবাদি জমির সকল পাট ও মরিচ গাছ কেটে দিয়েছে। বিষয়টি দুঃখজনক তাই আমরা চাই সঠিক তদন্ত করে বিচার।
এ বিষয়ে আব্দুল কুদ্দুস জানান, জমি আমার ক্রয় করা আবাদ ও আমি করেছি। আমি ও তদন্ত করে সঠিক বিচার চাই।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post