দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুরের অভিযোগ করা হয়েছে।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে শুক্রবার রাতে ইন্তাদুল ইসলামের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ফিলিপনগর কাচারিপাড়া গ্রামের মিজানুর রহমান ও ইন্তাদুল ইসলামের মধ্যে দীর্ঘািদন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত শুক্রববার রাত সাড়ে ১২টার দিকে শান্ত (৩২), মিজান (৪৫), টিটু (৪৫) ও ডেটল (৩৬) সহ প্রতিপক্ষের ১০-১২ জন ইন্তাদুল ইসলামের বাড়িতে হামলা চালায়।
এসময় হামলাকারীরা ঘর আসবাবপত্র ভাংচুর করে তছনছ করে। পরে তারা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি বৈদ্যুতিক মোটর লুট করে নিয়ে যায়। হামলা, ভাংচুর ও লুটের ঘটনায় ইন্তাদুল ইসলামের স্ত্রী বেলি খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় মামলার জন্য এজাহার দিয়েছেন। তবে দৌলতপুর থানা পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেফতার বা আটক করেনি অভিযোগকারীরা জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post