Print Date & Time : 11 September 2025 Thursday 1:11 pm

দৌলতপুরে পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র সহ আটক দুই

কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশ ও জেলা গয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকা থেকে জেলা গয়েন্দা পুলিশের(ডিবি) হাতে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল সহ আসাদুল ইসলাস (৪৫) নামের এক আসামিকে আটক করেছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান ।

এদিকে ওইদিন রাতে থানা পুলিশের অভিযানে নাটোক (৪০) নামের এক আসামিকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ সহ উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া মাঠ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি আরো বলেন আটকৃত আসামি নাটোক দৌলতপুর থানার একাধিক মামলার আসামি।

আটককৃতরা উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আজিতুল্লা মন্ডলের ছেলে নাটোক (৪০) ও উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত আফসার প্রামাণিকের ছেলে আসাদুল ইসলাম

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ সেপ্টেম্বর ২০২৩