দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে এক সার ব্যবসায়ীসহ ২ জনের ৬মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২.৩০টার দিকে উপজেলার আদাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান সার মজুদ ও বেশি দামে বিক্রয় করার অপরাধে জিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(১) এর (ড) ধারা লঙ্ঘনের দায়ে তাকে কারাদন্ড ও অর্থদন্ড উভয় দন্ডে দন্ডিত করা হয়।
এসময় দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপরদিকে একই ভ্রাম্যমান আদালত উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে অভিযান চালিয়ে খোয়াজ নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসা ও মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৬ মাসের কারাদন্ড ও একহাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//