কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গুলি বর্ষণ করার অভিযোগ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর খানকাশরীফ এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফিলিপনগর খানকাশরীফ গ্রামের আলতাব হোসেন ও তার চাচাতো ভাই আফজাল হোসেনের সাথে জমি নিয়ে দীঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। ওইদিন রাতে আফজাল হোসেনের বাড়ির সামনে কে বা কারা একরাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
তবে এ ঘটনায় আলতাব হোসেনকে অভিযুক্ত করে আফজাল হোসেন দৌলতপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে আলতাব হোসেনকে ফাঁসাতে আফজাল হোসেননের লোকজন গুলি বর্ষণের নাটক সাজিয়েছে বলে আলতাব হোসেন পাল্টা অভিযোগ করেছেন।
গুলি বর্ষণের ঘটনায় দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, আলতাব হোসেন ও আফজাল হোসেন পরস্পর চাচাতো ভাই। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। এখানে লালচাঁদ বাহিনীর কোন সদস্য এমন ঘটনা ঘটিয়েছে তা ঠিক নয়। কে বা কারা গুলি বর্ষণ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।