Print Date & Time : 22 August 2025 Friday 11:45 pm

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৪

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি :  কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দৌলতপুর থানার পার্শ্ববতী দৌলতপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকী আহতরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে আহত পরিবারের লোকজন অভিযোগ করেছেন।দৌলতপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাগেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মিনুজুল ইসলাম মিরা ও আব্দুল কুদ্দুস জোরপূর্বক জমি দখল নেয়ার জন্য ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এসময় ইদ্রিস আলীসহ পরিবারের লোকজন হামলাকারীদের বাঁধা দেয়ার চেষ্টা করলে অস্ত্র ও লাঠির আঘাতে ইদ্রিস আলী (৬৩), স্ত্রী রোকিয়া খাতুন (৫৮), মেয়ে মিনা (৩০) ও ছেলে নবাব (২২) আহত হয়। আহতদের মধ্যে রোকিয়া খাতুনকে কুষ্টিয়া হাসপাতালে ভার্ত করা হয়েছে। এঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//