Print Date & Time : 14 May 2025 Wednesday 10:48 pm

দৌলতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত অস্বচ্ছল ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক রেজুর সভাপতিত্বে হুইল চেয়ার ও শাড়ী কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়ার সভাপতি অধ্যাপক ড. মো. মোফাজ্জেল হক, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক ও আশিষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুজ্জামান মজনু। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রা. লি. এর চেয়ারম্যান মিসেস নারগিস আহম্মেদ এর সৌজন্যে দৌলতপুরের বিভিন্ন এলাকার ৩০জন অস্বচ্ছল ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শাড়ী ও লুঙ্গি তুলে দেন অতিথিবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৩ জানুয়ারি ২০২৩