Print Date & Time : 19 April 2025 Saturday 10:01 pm

দৌলতপুরে প্রতিবন্ধী নারী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে বাক প্রতিবন্ধি জাহানারা বেগম কে নৃশংস ভাবে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী অফিস ও থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে থানা ও উপজেলা নির্বাহী অফিস ঘেরাও করে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ জনতা।

এসময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ খুনিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে ফিরে যান বিক্ষোভকারীরা।

এসময় বিক্ষুব্ধ জনতা বলেন, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের দাড়েরপাড়া গইড়ির মাঠে বাক প্রতিবন্ধি জাহানারা বেগম কে নৃশংস ভাবে হত্যা করে একটি বরই গাছে ঝুলিয়ে রাখে হত্যাকারীরা, এ নির্মম হত্যার সুষ্ঠ তদন্ত করে আসামিদের বিচার করতে হবে, নাহলে আমরা রাস্তায় নেমে আরো কঠোর কর্মসূচি পালন করবো।

এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা যুবদল নেতা জাফর ইকবাল কর্নেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সজীব হোসেন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক জিন্নাত আলী, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মুকুল হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফেরদৌস হাসান, স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ হাজীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ এরাকাবাসী উপস্থিত ছিলেন।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা থানা ঘেরাও এর ঘটনা স্বীকার করে বলেন, হত্যা কান্ডের ঘটনায় তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনা হবে।উপজেলা নির্বাহী অফিস ঘেরাও এর বিষয়টি অস্বীকার করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ বলেন, প্রতিবন্ধি জাহানারা বেগম হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী, আমরা তাদের আশ্বস্ত করেছি ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত করে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।