Print Date & Time : 10 May 2025 Saturday 10:06 am

দৌলতপুরে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা 

হেলাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো.কোরবান আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো.কামরুজ্জামান।

চকঘোগা-শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খলিশাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো.এহসানুল হক। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।বিদায়ী প্রধান শিক্ষক মো.কোরবার আলী ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল থেকে দীর্ঘ ৩৩ বছর যাবত সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছে। ফলে উপস্থিত শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।