Print Date & Time : 21 April 2025 Monday 5:17 am

দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিবন্ধিত-অনিবন্ধিত গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগিসহ বিভিন্ন পশু খামারীরা অংশগ্রহন করে। প্রদর্শনীতে অংশগ্রহনকারি প্রানীসম্পদের মধ্য থেকে প্রত্যেক ক্যাটাগরিতে আর্থিক পুরস্কার ও সনদপত্র দেয়া হয়।

শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ । এছাড়াও আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহমুদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা খামারিরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে খামারিদের মাঝে উন্নত ঘাস চাষ, পশু মোটাতাজাকরন ও আধুনিক পশু পালনে ব্যবহৃত যন্ত্রাংশের ব্যবহার হাতে কলমে দেখানো হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ ফেব্রুয়ারি ২০২৩