Print Date & Time : 4 July 2025 Friday 11:25 pm

দৌলতপুরে প্রয়াত লুৎফর রহমান স্মরণ সভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত স্কুল শিক্ষক লুৎফর রহমান স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় দৌলতপুর কলেজ শিক্ষক মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের প্রধান আব্দুল মজিদ. বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. ওহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সামসুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদা খাতুন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন ও প্রয়াত লুৎফর রহমানের মেয়ে গণিত বিভাগের প্রধান লুৎফুন নাহার ছাবিনা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। শেষে প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়

দৈনিক দেশতথ্য//এল//