Print Date & Time : 20 July 2025 Sunday 12:12 am

দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চুয়ামল্লিক পাড়ায় ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মঙ্গলবার বিকেলে সমাজসেবী হাসিনা বানুর দানকৃত ৮২ শতাংশ জমির উপর ফায়ার সার্ভিস স্টেশনের আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর সালেহ উদ্দিন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জনাব মোঃ জানে আলম। বিশিষ্ট সমাজ সেবি হাসিনা বানু। গোলাম জাকারিয়া চাঁদ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ সহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//