Print Date & Time : 6 July 2025 Sunday 2:52 am

দৌলতপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড.আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা ও ইউনিয়ন অংগসংগঠনসমূহ, স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড.আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ নিজস্ব উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টরি প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//