কুষ্টিয়ার দৌলতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তারিক আল মামুন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মায়াবী রোমান্স মল্লিক। এছাড়াও ইউনিয়ন ও উপজেলা আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এ্যাড. আ.কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করা ও আলোচনা সভায় আসা সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪

Discussion about this post