হেলাল উদ্দিন,কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৮ আগস্ট) সোমবার বিকেলে উপজেলা খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজারে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ নেতা বেনজির আহমেদ বাবু খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি মো. মোফাজ্জল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাস্টার, উপজেলা শাখার সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন হাবলু, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মো. খাদেমুল ইসলাম মিঠু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, দৌলতপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোরশেদ হোসেন, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, সদস্য মো. রুহুল আমীন , সদস্য সাইফুল ইসলাম যাদু মোল্লা, বাংলাদেশ শ্রমিক লীগ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আকরাম হোসেন সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post