Print Date & Time : 16 April 2025 Wednesday 4:25 pm

দৌলতপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর বিআরডিবি কর্মকর্তা কাবিল উদ্দিন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কাওছার আলী ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। শেষে অস্বচ্ছল ৫জন নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মহিলা বিষয়ক দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভার আগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

ছবি : দূর্ঘটনায় নিহত যুবক ও  বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//