দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদে আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বিকাল ৫টা ও সন্ধ্যায় উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর ও পিপুলবাড়িয়া বাজারে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মো. মোফাজ্জেল হক।
স্থানীয় আওয়ামী লীগ নেতা বেনজির আহমেদ বাবু খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আসমত আলী মাষ্টার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী বিশ্বাস, দৌলতপুর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, দৌলতপুর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম জাদু মোল্লা, আওয়ামী লীগ নেতা খাদেমুল ইসলাম মিঠু, বেদালী মন্ডল, রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ হোসেন ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর শাখার সহ-সভাপতি মো. তোফাজ্জেল হোসেন হাবলু।
বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ দৌলতপুরর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আকরাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//