দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহধর্মিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর। আলোচনা সভা পরিচালনা করেন দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম। আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয়।

Discussion about this post