Print Date & Time : 22 August 2025 Friday 3:23 pm

দৌলতপুরে বজ্রপাতে নিহত কিশোর : আহত কৃষক

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাত ঘটে সোহানুর রহমান প্রিন্স (১৫) নামে কিশোর নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আব্দুস সামাদ (৬০) নামে এক কৃষক। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার পদ্মা নদীর তালতলা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সোহানুর রহমান প্রিন্স ভাগজোত তালতলা এলাকার ফেরদৌস আলীর ছেলে এবং আহত আব্দুস সামাদ একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্য্যান সিরাজ মন্ডল জানান, সোহানুর রহমান প্রিন্স ও আব্দুস সামাদ পদ্মা নদীর তালতলা ঘাটে পাট পচনের জন্য পাট জাগ দেওয়ার সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটলে প্রিন্স ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত হয় সামাদ। আহত সামাদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।