Print Date & Time : 4 July 2025 Friday 10:51 pm

দৌলতপুরে বন বিভাগের চেক বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে বন বিভাগের উপকারভোগীদের মাঝে প্রায় ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলিনায়তনে ৩০জন উপকারভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। প্রধান আলোচক ছিলেন সামাজিক বন বিভাগ কুষ্টিয়া’র বিভাগী বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির। উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। স্বাগত বক্তব্য রাখেন, বন বিভাগ ভেড়ামারা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ।

সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার আয়োজনে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার আদাবাড়িয়া-মশাউড়া ৬ কি. মি. সড়কের ৩০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৯ হাজার ৭৭৩ টাকা করে মোট ২ লক্ষ ৯৩ হাজার ২১৪ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ। 

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৮,২০২২//