হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া):“স্মাট ভূমি সেবা,স্মাট নাগরিক”এই প্রতিপাদ্য কুষ্টিয়ার দৌলতপুরে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকাল ১০টায় অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. ওবায়দুল্লাহ।
এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও এমপি প্রতিনিধি মোতাসিম বিল্লাহ,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন, বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,ভূমির মালিকগন উপস্থিত ছিলেন। এসময় ভূমি কর্মকর্তা অনলাইনে কিভাবে সেবা পাওয়া যাবে তার সকল সেবা জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং ভূমি সেবা নিতে আসা জনসাধারণ কোন প্রকার হয়রানের শিকার না হওয়ার আশ্বাস দেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৮ জুন ২০২৪

Discussion about this post