হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা,পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৪ এপ্রিল)সোমবার সকাল সাড়ে সাত টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি পহেলা বৈশাখের বর্ণাঢ্য র্র্যালী বের হয়।
উপজেলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে র্র্যালীটি শেষ।
পরে উপস্থিতি সকলে পান্তা উৎসবে যোগদেন।
এরপর উপজেলা চত্বরে অবস্থিত আমরুকাননে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাব হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন,যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আকবর আলীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post