Print Date & Time : 21 April 2025 Monday 8:51 pm

দৌলতপুরে বসতঘরসহ ৫ লাখ টাকার সম্পদ ভষ্মিভূত

কুষ্টিয়ার দৌলতপুর অগ্নিকান্ড ঘটে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে পুড়ে দু’টি গবাদি পশুসহ ৫ লাখ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে কৃষক কালু সর্দারের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালু সর্দারের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন সব ঘরে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও কৃষকের বসতঘর, ২টি গাভী গরুসহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ পুড়ে ভষ্মিভূত হয়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নীচে রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৩১,২০২৩//