Print Date & Time : 11 May 2025 Sunday 1:13 pm

দৌলতপুরে বাংলাদেশী যুবকের লাশ ৫ দিনেও ফেরত দেয়নি বিএসএফ

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক লিটন বিশ্বাসের লাশ ৫দিনেও ফেরত দেয়নি বিএসএফ। ফলে লাশের অপেক্ষায় উদ্বেগ উৎকন্ঠা নিয়ে দিন কাটছে পরিবারের লোকজন ও স্বজনদের। এদিকে গতকাল বুধবারও লাশ ফেরত নিয়ে বিজিবি-বিএসএফ’র মধ্যে সৌজন্য স্বাক্ষত হয়েছে। তবে লাশ ফেরত না দিয়ে পূর্বের ন্যায় তালবাহানা করেছে বিএসএফ। গতকাল বিকাল ৩টার দিকে ১৫১-১৪(এস) সীমান্ত পিলার সংলগ্ন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য স্বাক্ষাতে বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন এবং বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার হোগলবাড়িয়া থানার অর্ন্তগত চরমেঘনা ক্যাম্পের ইনচার্জ এসি রাজেশ আকরা। সৌজন্য স্বাক্ষাতে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক লিটন বিশ্বাসের লাশ বিজিবি’র পক্ষ থেকে ফেরত চাওয়া হলে বিএসএফ লাশ ফেরত না দিয়ে পূর্বের ন্যায় গড়িমসি ও তালবাহানা করে। লাশ ফেরত নিয়ে বিএসএফ’র এমন আচরণে বিজিবি চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

দৈনিক দেশতথ্য//এল//