কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ বিএনপি’র ৪জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তারাগুনিয়াস্থ নিজ বাড়ি থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেফতার করা হয় বলে তাঁর পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
অপরদিকে গত ৩১শে জুলাই পুলিশের দায়ের করা নাশকতা মামলার ৩জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (৩৮), শেহালা গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে মামুন রশিদ (৩৭) এবং আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া স্কুলপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে খোরশেদ আলম (৪২)। গ্রেফতার হওয়া স্থানীয় ৩বিএনপি নেতা ও কর্মী গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র মহাসমাবেশে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড ও ভাংচুরে লিপ্ত হয়েছিল বলে স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে।
দৌলতপুর বিএনপি’র সভাপতি বাচ্চু মোল্লা গ্রেফতার হওয়ার বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকালে তারাগুনিয়া পেট্রোল পাম্পের সামনে নাশকতা কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নাশকতার মামলাও হয়েছে। এছাড়াও পূর্বের নাশকতা মামলার পলাতক ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল-মুরাদ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২৩//