Print Date & Time : 20 April 2025 Sunday 4:28 pm

দৌলতপুরে বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

দৌলতপুর প্রতিনিধি : নিজের বাবার হামলা-মামলা ও হয়রানির হাত থেকে বাঁচতে সরকার, প্রশাসন ও সচেতন দেশবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়ে আমেনা খাতুন বৃষ্টি। গতকাল শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজার পাড়ায় নিজ স্বামীর বাড়িতে এক সংবাদ সম্মেলনে এই সহযোগিতা চান তিনি।

অভিযুক্ত বাবা নাটোর জেলার বরাইগ্রাম থানার গুনিয়াহাটি গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে আমেনা খাতুন বৃষ্টি জানান, তার বাবার আচার-ব্যবহারে বৃষ্টির স্বামীর পরিবার অতিষ্ঠ। বৃষ্টির স্বামী ও তার মেজো দুলাভাইসহ ২-৩ জনের নামে মিথ্যা মামলা দিয়েছেন। ফলে নিরুপায় হয়ে বাবার এ হয়রানীর থেকে বাঁচার জন্য সরকার, প্রশাসন ও সচেতন দেশবাসীর কাছে আকুতি জানাতে বাবার বিরুদ্ধে তিনি এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন।

বৃষ্টি জানান, দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের মো.ফিরোজ আহমেদ ও আমি ৪-৫ মাস আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এক পর্যায়ে গত ২১-৬-২০২১ইং তারিখে নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার গুনিয়াহাটি গ্রামের
আমার বাবার বাড়ীতে সামাজিক ভাবে আমাদের দুজনের বিয়ে হয়। বর্তমানে আমার স্বামীর বাড়ীতে সুখে শান্তিতে সংসার করছি।
কিন্তু হঠাৎ আমাদের সম্পর্ক আমার বাবা মেনে না নিয়ে উল্টো আমার স্বামী ও তার মেজো দুলাভাইসহ দুই তিনজনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছেন এবং মারার হুমকি দিয়ে আসছে। বাবার এ অনৈতিক ও অমানবিক হামলা-মামলার শিকার হয়ে আমার পরিবারের সকল সদস্যের জীবন এখন বিপর্যস্ত।তাই এর সঠিক বিচার দাবি করছি।