কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিনপাড়ায় বাড়ির জমি দখল করতে প্রতিপক্ষরা একটি পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে। হামলার ভয়ে বাড়ি ছেড়ে ওই পরিবার অন্যত্র থাকছেন। সংবাদ সম্মেলনে এর সুষ্ঠু বিচার দাবি করেন পরিবারটি। আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিন কন্যাকে পাশে নিয়ে বক্তব্য তুলে ধরেন মা বেগম রোকেয়া।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তারিখে তার বাড়ি ঘর দখল করতে প্রতিপক্ষ মিনহাজুল ইসলাম মীরা ও আব্দুল কুদ্দুস গংরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। বাড়ি থেকে তাদের বের করে দিয়ে ভাংচুর করে ও গাছপালা কেটে জমি দখলে নেয়। অথচ এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন তারা।
দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। আইন লঙ্ঘন হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post