দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচন পরবর্তী ঘটনার ভোট না দেয়ার জের ধরে প্রতিপক্ষ পরাজিত ইউপি সদস্য প্রার্থীর লোকজনের বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদ করার অভিযোগ করেছে বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর লোকজন। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া প্রামে বিজয় ইউপি সদস্য মামুনুর রশীদের লোকজনদের বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদ করেছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী শ্যামলের লোকজন। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মামুনুর রশিদের টিউবয়েল মার্কা প্রতীকে ভোট দেয়ার অপরাধে পরাজিত প্রার্থী শ্যামলের লোকজন একই এলাকার হযরত আলী সরদার, রেজাউল হক, যমুনা খাতুন, আলিমুদ্দিন, মালেকা খাতুনসহ ৫ জনের বাড়ি ভেঙ্গে উচ্ছেদ করে। উচ্ছেদকারী সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের অভিযোগ, তারা আমাদের জমিতে বাড়ি করে বসবাস করছিল। এখন আমরা তাদের বাড়ি-ঘর ভেঙে উচ্ছেদ করে দিয়েছি। নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো ওইসব পরিবার মাথাগুজার ঠাঁই হিসেবে অন্যের জমিতে ঘর করে বসবাস করছিল। এখন তারা পরিবার সদস্যেদের নিয়ে মানবেতর জীবন জাপন করছে।

Print Date & Time : 7 July 2025 Monday 4:49 am