হেলাল উদ্দিন,দৌলতপুর( কুষ্টিয়া):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা শীর্ষক “নারী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর গার্লস কলেজ চত্বরে গতকাল বিকাল ৫ টার সময় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
এসময় তিনি বলেন,বিএনপি সমালোচনার রাজনীতি বিশ্বাস করেনা। আমি শরীফ উদ্দিন জুয়েলও সমালোচনার রাজনীতি বিশ্বাস করি না,আমিও কারো নামে সমালোচনা করিনা।আমি বিশ্বাস করি কাজের মাধ্যমে কিভাবে মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করা যায়।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায়,দৌলতপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদলের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,মহিলা নেত্রী দৌলতপুর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আকতার কাজলী,দৌলতপুর ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, দৌলতপুর কলেজ ছাত্রদলের নারী সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের নারী নেতা-কর্মীরা।
এ সময় শরিফ উদ্দিন জুয়েল বলেন,নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিএনপির সকল সময় কাজ করে যাচ্ছে। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসলে নারীদের জীবনমান উন্নয়ন কাজ করবে।