হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ৪টি মহিষ আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, (৭ সেপ্টেম্বর) দুপুরে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রামকৃষ্ণপুর মোল্লাপাড়া থেকে বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য তিন লক্ষ টাকা।
পরে (৮ সেপ্টেম্বর) একই এলাকার বাজুমারা পোল্টির মুখ নামক স্থান থেকে আরও ২টি ভারতীয় মহিষ আটক করে বিজিবি।
এ মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য চার লক্ষ টাকা।মোট ৪টি মহিষের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে সাত লক্ষ টাকা। আটককৃত মহিষগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।