Print Date & Time : 22 April 2025 Tuesday 12:00 pm

দৌলতপুরে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ও চোরাচালান নির্মূল, সন্ত্রাসী কার্যকলাপ রোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতা মূলক বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এ স্লোগানের আলোকে দৌলতপুর থানা পুলিশের এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৪টায় থানা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা । দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম,

কুষ্টিয়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.টিপু নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী,দৌলতপুর পুলিশিং কমিটির সভাপতি মো. সেলিম চৌধুরী প্রমুখ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১০ ফেব্রুয়ারী ২০২৩