Print Date & Time : 25 August 2025 Monday 4:10 pm

দৌলতপুরে বিনামূল্যে বীজ সার ও চারা বিতরণ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে উফশী আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের ২৭০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার ও বিভিন্ন ধরনের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৫ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ,সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।

উল্লেখ্য,কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে প্রণোদনার এই সহায়তা চাষাবাদে আগ্রহ ও উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//