Print Date & Time : 10 September 2025 Wednesday 2:04 pm

দৌলতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ায় বিনামূল্যে কৃষকদেরকে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে (১০ নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবীদ মো. নুরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ প্রমুখ। এপর্যায়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১ হাজার ৪শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//