হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের আউশের উক্ত বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের উফশী আউশের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।এই প্রণোদনা আওতায় থাকা প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ,১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়।

Discussion about this post