দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাড়পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ টায় মরহুমের নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এরপর প্রথম জানাজা শেষে বাদ আসর কুষ্টিয়া পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। মরহুমের প্রথম জানাজা নামাজে উপস্থিত ছিলেন, দৌলতপুর সমাজ সেবা কর্মকর্তা মো. আতাউর রহমান, দৌলতপুর মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিনিধি আলহাজ্ব হায়দার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও মরহুমার ছোট ভাই অধ্যক্ষ রেজাউল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা.আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম সহ বিভিন্ন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন। অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হামিদুল হক (৭৩) মঙ্গলবার দিবাগত রাত ১:৩০ টায় ঢাকা কল্যাণপুর স্পেশালাইজড হসপিটালে ইন্তেকাল করেন।

Print Date & Time : 21 August 2025 Thursday 10:31 pm