দৌলতপুর উজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দড়িপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭৩) শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, বাদ যোহর তার নিজ বাসভবনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফন করা হয়েছে।
এর আগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অর্নার প্রদান করেন। এরপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধাগন সহ ওই গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ জুলাই ২০২৩