Print Date & Time : 27 July 2025 Sunday 5:17 pm

দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সহযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখা।

শুক্রবার বিকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এক অনাড়ম্বর সভায় সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী হাসিবুর রহমান, সদস্য সচিব কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান,যুগ্ম আহ্বায়ক রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, মূখ্য সংগঠক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন বাঁধন এবং খোকসা সরকারি কলেজের শিক্ষার্থী অন্যতম সংগঠক আবির হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আগামী কার্যক্রম প্রসঙ্গে কথা বলেন বক্তারা, আন্দোলনের স্মৃতিচারণ করে দোয়া করা হয় শহীদ ও আহতদের জন্য।

এহ/08/11/24/ দেশ তথ্য