Print Date & Time : 23 August 2025 Saturday 4:54 pm

দৌলতপুরে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। 

এসময় ব্যবসা প্রাতিষ্ঠান ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা সেন্টার মোড় এলাকার কৃষি কল্যাণ ট্রেডার্স নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।

কৃষি কল্যাণ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. গোলাম আযম জানান, পূর্ব শত্রæতার জের ধরে উপজেলার ডাংমড়কা গ্রামের রঞ্জিত শেখের ছেলে আকবর আলি, সাগবর আলী, আকবর আলীর ছেলে শাহীন রেজা, শাকিল হোসেন, দাড়েরপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আকবর ও আশিকের নেতৃত্বে একদল দূবৃর্ত্ত দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে কৃষি কল্যাণ ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ১লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

 এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।  ব্যবসা প্রাতিষ্ঠানে হামলা ও লুটের ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ নভেম্বর  ২০২৩