Print Date & Time : 13 May 2025 Tuesday 6:13 pm

দৌলতপুরে ভাতা প্রদানের সমস্যা উত্তরণে সেমিনার

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদানে সমস্যা ও সমস্যা থেকে উত্তরণে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচক ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদানে নানাবিধ সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন,  দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, চিলমারী ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমদ্দিন সেন্টু, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী।

সেমিনারের আলোচক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরগণ প্রতিনিয়ত সাধারণ মানুষের দোরগোড়ায় যেয়ে থাকেন। তাদের কাছেই এলাকার মানুষ সুখ-দুঃখ ও সমস্যার কথা বলে থাকেন। সুবিধাভোগী বা ভাতাভোগীদের সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যান মেম্বরগণের সহায়তা নিতে হবে। এ ক্ষেত্রে দৌলতপুর সমাজসেবা অফিস সহযোগিতা করবে। প্রতিটি ইউনিয়নে সুবিধাভোগী বা ভাতাভোগীদের তালিকা চেয়ারম্যানদের কাছে সরবরাহ করতে হবে এবং কার কি সমস্যা আছে তা চিহ্নিত করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করতে হবে। আর একাজটি করা হলে পরবর্তীতে আর এ ধরণের সমস্যায় পড়তে হবেনা কাউকে।

সেমিনারের অপর আলোচক দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, দৌলতপুর সমাজসেবা অফিসের ভাতাভোগীদের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদানে সমস্যা ও সমস্যা থেকে উত্তরণে করণীয় বিষয়ের ওপর আলোচনায় যেসকল বিষয়গুলি চিহ্নিত হয়েছে এবং তা সমাধানে করণীয় কি তাও আলোচনায় উঠে এসেছে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ দৌলতপুর সমাজসেবা অফিসের মাঠ কর্মীদের সাথে নিয়ে অতি দ্রুতই তা সমাধান করতে পারবেন। আর এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন হবে। শেষে সেমিনারে অংশ নেয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের কাজ শেষ করেন। দৌলতপুর সমাজসেবা কার্যালয় সেমিনারের আয়োজন করে। সেমিনারে দৌলতপুর সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।