হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তা (ভিজিএফ) চালের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আব্দুল আজিজ(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে মাহাবুল মাস্টার নামে এক বিএনপি নেতাকে আটক করেছে।
(২ জুলাই) বুধবার রাত ১০টায় উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এঘটনা ঘটে।নিহত আজিজ উপজেলার মথুরাপুর এলাকার খেলাফত মন্ডলের ছেলে।সে বিএনপি’র কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
স্থানীয়রা জানান,ভিজিএফ কার্ডের আবেদন ও টাকা সংক্রান্ত বিষয়ে আব্দুল আজিজ ও পলাশের মধ্যে বেশ কিছুদিন বিরোধ চলছিল। ঘটিকার দিন দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।এক পর্যায়ে পলাশ পরিকল্পিতভাবে আজিজের পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন আজিজ।পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জানাযায়,নিহত আজিজ বিএনপি নেতা ফরজ উল্লাহ’র অনুসারী।এবং পলাশ মথরাপুর কলেজ পাড়া এলাকার রফিকুলের ছেলে ও বিএনপি নেতা মাহাবুল মাস্টারের অনুসারী ও সম্পর্কে ভাতিজা।
মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরাত আলী সেন্টু মেম্বার জানান, মাহাবুল মাস্টার আমাদের রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক বিএনপি’র ইউনিয়ন কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নিয়ে পরাজিত হয়। বর্তমানে সে কোন কমিটির পদে নেই।