Print Date & Time : 25 May 2025 Sunday 11:26 am

দৌলতপুরে ভিডব্লিউবি কর্মসূচির বিনামূল্যের চাল বিতরণ

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বিনামূল্যে ভিডব্লিউবি(ভালনারেবল উইমেন বেনিফিট)কর্মসূচির আওতায় অসচ্ছল,বিধবা ও তালাক প্রাপ্ত নারীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪মে) সকালে উপজেলার ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের ভিডব্লিউবি কর্মসূচির ২৩-২৪ চক্রের কার্ডধারি উপকার ভোগীদের সরকারি এই চাল বিতরণের উদ্বোধন করেন,ইউপি চেয়ারম্যান মো.জুলমত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের সচিব মো.রাশিদুল ইসলাম,হিসাব সহকারী মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো.বেলাল হোসেন,ইউপি সদস্য আবু আফফান,ইউপি সদস্য মো.নাজিম,ইউপি সদস্য মো.সেলিম বিন জামান,ইউপি সদস্য মো.জাকার হোসেন,ইউপি সদস্য জমির উদ্দিন প্রমুখ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির দুই বছর মেয়াদ শেষ হলেও দরিদ্র জনগোষ্ঠি ও আগত ঈদুল আযহার বিবেচনায় তা ৬মাস বর্ধিত করেছে সরকার।সুবিধার মেয়াদ বর্ধিত হওয়ায় আগের সুবিধাভোগীরাই এসুবিধার আওতায় রয়েছেন।