Print Date & Time : 20 July 2025 Sunday 8:34 pm

দৌলতপুরে ভূমি সপ্তাহ’র আলোচনা সভা

কুষ্টিয়ার দৌলতপুরে ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।

বক্তব্য রাখেন, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহম্মেদ স্বপন। আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুরের ১৪ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।  

এবি//দৈনিক দেশতথ্য//মে ২২,২০২২//