Print Date & Time : 5 July 2025 Saturday 4:26 am

দৌলতপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন

২২-২৮ মে, ২০২৩ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। এই সেবা সপ্তাহে উপলক্ষে উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে কনফারেন্স রুমে আলোচনা অনুষ্ঠিত হয় এতে
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, সারা দেশের ন্যায় দৌলতপুরেও ভুমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। এই সেবা সপ্তাহে সাধারণ লোকজনের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, সাধারণ মানুষ যেনো সেবা পেতে হয়রানি শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ মে ২০২৩