হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া) ।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) সকালে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিবুল ইসলাম মহি। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম, ইউপি সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হালনাগাদ তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিরা লম্বা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলেছে, ১০ আঙুলের ছাপ দিয়েছেন এবং আইরিসের ছবি তুলেছেন।
নিবন্ধন কেন্দ্রে ছয়টি বুথে যুগপৎভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করেছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
গত ১৭ আগস্ট বুধবার এই উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ শুরু হয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে। এতে দৌলতপুর উপজেলায় হালনাগাদ কার্যক্রমে মোট নতুন প্রায় ২৯হাজার জনের তথ্য সংগ্রহ করা হয়। গতকাল থেকে তাদের ছবি তুলে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রম আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে । হালনাগাদ তালিকায় ছবি তুলে ভোটার হওয়ায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছে নতুন ভোটাররা।
আর//দৈনিক দেশতথ্য//১৩ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post